মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬.৬ ডিগ্রী সেলসিয়াস



স্টাফ রিপোর্টার: টানা কয়েক দিন থেকে মৌলভীবাজার জেলার উপর দিয়ে বইছে শৈত্য প্রবাহ। হিম হাওয়া ও শৈত্য প্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিকেল থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা আরও বেড়ে যায় চেয়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে মানুষের মধ্যে শীত অনুভুত হওয়া কমতি নেই।

শনিবার ২১ জানুয়ারি সকাল ৯ টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৬ ডিগ্রী সেলসিয়াস। হিম হাওয়া ও শীতের তীব্রতার কারণে সময়মত কাজে যোগ দিতে পারছেনা শ্রমজীবি মানুষ। সীমাহীন দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। দিনে ও রাতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা আনিসুর রহমান জানান, আজ সকাল ৯ টায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনি¤œ তাপমাত্রা ছিল ৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

শীতজনিত রোগে প্রতিদিন জেলার বিভিন্ন হাসপাতালে শিশু ও বয়স্কদের নিয়মিত ভর্তি অব্যাহত রয়েছে। গরম কাপড়ের ফুটপাতের দোকানে নিম্ন ও মধ্য আয়ের মানুষের কেনাকাটা সবচেয়ে বেশী।

Post a Comment

Previous Post Next Post