কুলাউড়ায় আল হেলাল হেল্প এসোসিয়েশনের সংবাদ সম্মেলন



নিউজ ডেস্কঃ কুলাউড়ায় আল হেলাল হেল্প এসোসিয়েশনের ৪র্থ বর্ষে পদাপর্ণ উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কাউন্সিল অধিবেশন সফলের লক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন আল হেলাল হেল্প এসোসিয়েশনের আহবায়ক সাইদুল ইসলাম।

তিনি জানান, আল হেলাল হেল্প এসোসিয়েশন একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। সংগঠনের উদ্যোগে আগামী ২৬ নভেম্বর শনিবার সকাল ৯টায় কুলাউড়া বঙ্গবন্ধু উদ্যান (ডাক বাংলো) মাঠে সংগঠনের ৪র্থ বর্ষে পদাপর্ণ উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অতিথি সংবর্ধনা ও কাউন্সিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে কুলাউড়া উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধান শিক্ষক, সুশীল সমাজ, সাংগঠনিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সমাজকর্মী, সামাজিক সংগঠনসহ স্বেচ্ছাসেবকবৃন্দদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, উপজেলা সমাজসেবা অফিসার সাখাওয়াত হোসেন, কুলাউড়া পৌরসভার কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি উপস্থিত থাকবেন।

উক্ত অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত করতে কুলাউড়ার সকল সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রশাসনিক বিভিন্ন স্তরের দায়িত্বশীলদের সার্বিক সহযোগিতা এবং সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতি কামনা করছি।

সংবাদ সম্মেলনে আল হেলাল হেল্প এসোসিয়েশনের সদস্য সালেহ আহমদ নোমান, আব্দুর রহিম, সামছুল ইসলাম, রবিউল আহমদ মারুফ, জাবেরুল ইসলাম মিনহাজ উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post