কুলাউড়ায় কন্যা শিশু দিবস পালিত



নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও কুলাউড়া শিশু একাডেমীর আয়োজনে ৪ অক্টোবর মঙ্গলবার জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়।

উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: আবুল বাসার এর সভাপতিত্বে ও শিশু একাডেমীর শিক্ষিকা কুসুম আক্তার কলির পরিচালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে ‘সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে আজকের কন্যা শিশুরা দেশকে ডিজিটাল প্রযুক্তিকে সমৃদ্ধ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে অগ্রনী ভুমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলী, উপজেলা সহকারি কৃষি সম্প্রসারন কর্মকর্তা আবুল কালাম আজাদ, ইউআরসি ইন্সট্রাক্টর মুহিব উল্ল্যাহ। আরও বক্তব্য রাখেন শিশু বক্তা মান্তাশাব্বা হাসান, খাদিজা তাহরিন আলো প্রমুখ। এছাড়া কন্যা সমাবেশে শিশুরা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

Post a Comment

Previous Post Next Post