জুয়া খেলা বন্ধ করতে বলায় পুলিশ সদস্যদের লাঞ্ছিত, মোটরসাইকেল ভাঙচুর



নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ায় জুয়া খেলা বন্ধ করতে বলায় একদল লোক পুলিশ সদস্যদের লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় পুলিশের দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের দিলদারপুর চা-বাগান পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।

পরে জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রব ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে আনেন। রাত সাড়ে আটটার দিকে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চা-বাগানের পূজামণ্ডপে অনুষ্ঠান চলছিল। পুলিশের সঙ্গে শ্রমিকদের একটু ভুল-বোঝাবুঝি হয়েছিল। বিষয়টির সমাধান হয়ে গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, শ্যামাপূজা উপলক্ষে সোমবার রাত থেকে দিলদারপুর চা-বাগানের শ্রমিকদের উদ্যোগে পূজামণ্ডপে বিভিন্ন অনুষ্ঠান চলছিল। স্থানীয় কিছু লোক মণ্ডপের পাশে জুয়ার আসর বসান।

কুলাউড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আক্কাস উদ্দিন বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তিনজন কনস্টেবল সঙ্গে নিয়ে দিলদারপুর চা-বাগান এলাকায় যান। তাঁরা সাদাপোশাকে দুটি মোটরসাইকেলে ছিলেন। ফেরার পথে সন্ধ্যা সোয়া সাতটার দিকে পূজামণ্ডপে কাছে জুয়া খেলা চলতে দেখেন। এ সময় মোটরসাইকেল থামিয়ে তিনি জুয়া খেলা বন্ধ করতে বলেন। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে ওই লোকেরা তাঁদের ওপর চড়াও হন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, জুয়া খেলায় জড়িত ব্যক্তিরা পুলিশ সদস্যদের কিলঘুষি মারতে থাকেন। তাঁদের দুটি মোটরসাইকেলের সামনের অংশ ভাঙচুর করা হয়। পরে তাঁদের আটকে রাখেন। খবর পেয়ে জয়চণ্ডী ইউপির চেয়ারম্যান গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে যান।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম মুঠোফোনে বলেন, দিলদারপুর চা-বাগানে জুয়া খেলায় বাধা দেওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছিল বলে খবর পেয়েছেন। কোনো পুলিশ সদস্য লাঞ্ছিত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। - প্রথম আলো

Post a Comment

Previous Post Next Post