নিউজ ডেস্কঃ মৌলভীবাজারে অতিরিক্ত ভাড়া না দেওয়ায় সৌরভ দেব (১৭) নামের পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রকে ব্লেডের আঘাতে রক্তাক্ত জখম করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালক। এর প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) দুপুরে মৌলভীবাজার-শমসেরনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা হামলাকারী চালকের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পরে পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ ও প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
আহত সৌরভ পলিটেকনিক ইনস্টিটিউটের ফুড টেকনোলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়। সে শিমুলতলা এলাকায় চেয়ারম্যান বাড়ি ছাত্রাবাসে থাকে।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার রাতে অটোরিকশাযোগে মৌলভীবাজারের চৌমুহনা থেকে পলিটেকনিক যাচ্ছিল সৌরভ। অটোরিকশা থেকে নামার পর চালককে নির্ধারিত ভাড়া ১০ টাকা দেয় সে। কিন্তু চালক অতিরিক্ত ভাড়া দাবি করেন। এ নিয়ে চালকের সঙ্গে সৌরভের বাগবিতণ্ডা হয়। চালক ক্ষিপ্ত হয়ে ব্লেড দিয়ে কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করেন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত সৌরভের শরীরে ব্লেডের আঘাতের আটটি চিহ্ন রয়েছে। এতে ৭০টি সেলাই লেগেছে। সে হাসপাতালেই চিকিৎসাধীন।
এদিকে এ ঘটনার প্রতিবাদে সকালে মৌলভীবাজার-শমসেরনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। তারা অভিযুক্ত অটোরিকশাচালকের শাস্তি দাবি করেন। এক ঘণ্টা অবরোধের পর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ ও প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক জাগো নিউজকে বলেন, এ ঘটনায় আহত ছাত্রের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। এরই মধ্যে অভিযুক্ত অটোরিকশা চালককে গ্রেফতার করেছি।