মৌলভীবাজার জেলা জর্জ কোর্ট প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যূরাল উদ্বোধন



স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জজকোর্ট প্রাঙ্গণে ‘এক আঙ্গুলের ইশারায়’ নামকরনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যূরাল ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবীরের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর বিকেলে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্বরণে উদ্বোধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ বিচারক মুহম্মদ আলী আহসান, বিচারক আফিয়া বেগম, জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী খোদেজা খাতুন। বিজ্ঞ বিচারক, পাবলিক প্রসিকিউটর ও জেলার আইনজীবী বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

যে স্থানে ১৯৭১ সালে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে মৌলভীবাজারকে হানাদার মুক্ত ঘোষনা করেছেন মুক্তিযোদ্ধারা, সেই স্থানে জেলা পরিষদের অর্থায়নে ম্যূরালটি স্থাপন করা হয়েছে।

আইনমন্ত্রী বলেন, এই ম্যূরালটি দেখে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানবে এবং দেশপ্রেমে উদ্ধুদ্ধ হবে।

Post a Comment

Previous Post Next Post