স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন কুলাউড়ার সামাজিক অঙ্গনের জনপ্রিয় ব্যক্তিত্ব মোঃ ছালেহ আহমেদ। এ উপলক্ষে কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের পক্ষ থেকে মোঃ ছালেহ আহমেদ কে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।
আজ ৪ সেপ্টেম্বর বিকেলে মোঃ ছালেহ আহমেদের নিজ বাড়িতে কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সহ সভাপতি সুজন আহমদ এর সভাপতিত্বে ও কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মোঃ সামসু উদ্দিন বাবু এর সঞ্চালনায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম মামুন প্রিয় বাংলার সম্পাদক নাজমুল বারী সোহেল। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া বার্তা পেইজের এডমিন ইব্রাহিম আলী সহ কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সদস্যবৃন্দরা।
বক্তব্য পর্ব শেষে আমন্ত্রিত সকলে সংবর্ধিত অতিথি মোঃ ছালেহ আহমেদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।