বড়লেখায় অবৈধ জাল জব্দ, ২ ব্যবসায়ির জরিমানা



স্টাফ রিপোর্টার: বড়লেখা হাকালুকি হাওরপাড়ের কানুনগো বাজারের বিভিন্ন দোকানে ৬ আগস্ট শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। এসময় আদালত দুইজন ব্যবসায়িকে অর্থদন্ড দিয়েছে। বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জব্দ অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) মো. জাহাঙ্গীর হোসাইন। এসআই নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেছে।

জানা গেছে, অবৈধ কারেন্ট জাল বিক্রি ও দোকানে মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত উপজেলার হাকালুকি হাওরপাড়ের কানুনগো বাজারের ব্যবসায়ি আব্দুল মান্নানকে ১০ হাজার টাকা ও অপর ব্যবসায়ি আব্দুল মুকিতকে ৫ হাজার টাকা জরিমানা করেছে। এসময় তাদের দোকান থেকে প্রায় ১০ হাজার মিটার দীর্ঘ ৯৭ পিচ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

সহকারি কমিশনার (ভুমি) মো. জাহাঙ্গীর হোসাইন জানান, অবৈধ কারেন্ট জাল বিক্রি ও দোকানে মজুদ রাখার দায়ে দুইজন ব্যবসায়িকে অর্থদন্ড দিয়েছেন। তাদের দোকান থেকে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল বিকেলে জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post