কুলাউড়া থেকে অপহৃত কলেজছাত্রী ১১ দিন পর ঢাকায় উদ্ধার



স্টাফ রিপোর্টার: কুলাউড়া থেকে অপহৃত এক কলেজছাত্রীকে ১১ দিন পর ঢাকা থেকে উদ্ধারসহ অন্তর মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রবিবার ১৭ জুলাই রাতে ঢাকা থেকে অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী অন্তরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত অন্তর শেরপুর জেলার শ্রীবর্দি থানার রানীশিমুল গ্রামের মোহাম্মদ আলী মাস্টারের ছেলে।

থানা সূত্রে জানা যায়, ৬ জুলাই দুপুরে কুলাউড়া শহরের মিলিপ্লাজা মার্কেটের সম্মুখ থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় কলেজছাত্রী। পরে তার স্বজনরা খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় পরদিন থানায় একটি জিডি করেন।

জিডির পরপরই কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুছ ছালেকের নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী অন্তরকে গ্রেপ্তারসহ অপহৃত ভিকটিমকে উদ্ধার করেন।

এ ব্যাপারে ওসি আব্দুছ ছালেক জানান, অপহরণের ঘটনায় রবিবার রাতে কলেজছাত্রীর ভাই থানায় বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

পুলিশের বিশেষ অভিযানে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে অপহরণকারী যুবককে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Post a Comment

Previous Post Next Post