মৌলভীবাজার শহরে ব্যাটারি চালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা


নিউজ ডেস্কঃ বিশ্বব্যাপী জ্বালানী সংকটের কারণে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত বিদ্যুৎ এর লোডশেডিং ও জ্বালানী অবচয় রোধে জরুরী সভা মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হয়।

২১ জুলাই বৃহস্পতিবার পৌর সভাকক্ষে মেয়র মোঃ ফজলুর রহমান সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলার পার্থ সারথী পাল, মোহাম্মদ নাহিদ হোসেন, সালেহ আহমদ পাপ্পু, ফয়ছল আহমদ, মোঃ জালাল আহমদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা উজ্জল চন্দ্র দেব, সহকারী প্রকৌশলী আব্দুল মালেকসহ পৌর কর্মকর্তা-কর্মচারীগণ।

সভায় সিদ্ধান্ত হয় পৌর মোঃ ফজলুর রহমান বলেন আগামী রবিবার ২৪ জুলাই থেকে ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান ও টমটম শহরের ভেতর নিষিদ্ধ থাকবে। ওই সময়ে উল্লেখিত যানবাহনের বিরুদ্ধে অভিযান করা হবে।

পৌর কর্যালয়ে ৫০% লাইট জ্বলবে, রাত ৮ টার পর সড়কবাতি জ্বালানো হবে। বাসাবাড়িতে অতিরিক্ত লাইট, ফ্যান ব্যবহার না করা এবং অতি প্রয়োজন ব্যতীত এসি ব্যবহার না করার জন্য নাগরিকগণকে অনুরোধ জানান।

Post a Comment

Previous Post Next Post