কমলগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু



স্টাফ রিপোর্টার: কমলগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার ২০ জুলাই কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে সকাল ১০ ঘটিকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ঐ শিশুর নাম জীবন কর। সে মধ্যভাগ গ্রামে ইবন করের ছেলে।

ছেলেটির বাবা ইবন কর বলেন, পরিবারের সবার অগোচরে তার ছেলে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ১ ঘণ্টা পর তাকে পুকুরে ভেসে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ এনি বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

Post a Comment

Previous Post Next Post