নিউজ ডেস্কঃ মৌলভীবাজারে জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৭ জুলাই দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভাটি অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানার সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় সভাপতির বক্তব্যে তিনি বলেন, সামনের মঙ্গলবার থেকে চলবে বুষ্টার ডোজ সপ্তাহ। এসময় সকলকে টিকা নিতে হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দিন মুর্শেদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা খোদেজা খাতুন প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। সভায় জেলার উন্নয়ন বিষয়ক যাবতীয় আলোচনা করেন অতিথিরা।