মৌলভীবাজারে দীর্ঘস্থায়ী বন্যায় মানুষের ভোগান্তি বাড়ছে



স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় দীর্ঘস্থায়ী বন্যায় পানিবন্দি মানুষ চরম ভোগান্তি পড়েছেন। উজানের পাহাড়ী ঢল ও বৃষ্টি থেমে থেমে অব্যাহত থাকায় জলাবদ্ধতা হয়ে দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা।

জেলা প্রশাসন জানায়, অতি বৃষ্টি ও উজান থেকে আসা সৃষ্ট পাহাড়ী ঢল কুশিয়ারা, ফানাই, আন ফানাই, কন্টিনালা ও জুড়ী নদী দিয়ে প্রবেশ করে বন্যা দেখা দেয়। চলতি মাসের ১৭ জুন থেকে ঢলে পানি প্রবেশ করায় মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় দেখাদেয় আকস্মিক বন্যা। এর পর থেকে দীর্ঘস্থায়ী বন্যায় রুপ নেয় কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায়। দীর্ঘস্থায়ী বন্যার কারণে অনেকেই উঠেছেন আশ্রয় কেন্দ্রে অথবা দু’তালা বাড়িতে। তবে কিছু এলাকা থেকে বানের পানি ২-৩ ইঞ্চি পরিমান কমেছে। বন্যা কবলিত এলাকায় স্যানিটেশন, শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির রয়েছে চরম সংকট।

প্রতিদিনই সরকারি ত্রাণের পাশাপাশি ব্যাক্তি উদ্যেগে বিভিন্ন সামাজিক সংগঠন ত্রান বিতরণ করছে।

Post a Comment

Previous Post Next Post