অতিরিক্ত মূল্যে ভোজ্যতেল বিক্রির অভিযোগে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট



স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শহরের পশ্চিম বাজার, টিসি মার্কেট, কোর্ট বাজার ও চাঁদনীঘাট বাজারে ভোজ্যতেল অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসনের ৪টি দল।

২ মে সোমবার জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য (ভোজ্যতেল) বিক্রি করায় এবং পণ্য (ভোজ্যতেল)  নিয়মানুযায়ী সরবরাহ না করার অপরাধে ১৫ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ এবং ৪৫ ধারা অনুযায়ী সর্বমোট ৫৩০০০/- টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঊর্মি রায়, অর্ণব মালাকার, শাহীন দেলোয়ার এবং সৈয়দ সাফকাত আলী। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করে জেলা পুলিশের একটি দল।

Post a Comment

Previous Post Next Post