মৌলভীবাজারের সড়ক দূর্ঘটনায় সওজ প্রকৌশলী জহির আহমদ নিহত



স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ইউসুফপুর এলাকায় মিনি ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মৌলভীবাজার সড়ক ও জনপথের উপসহকারি প্রকৌশলী জহির আহমদ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন গাড়ী চালক মাসুদ রানা।

পুলিশ ও স্থানীরা জানান, ২৬ মার্চ শনিবার রাত সাড়ে ১০টার দিকে সওজ প্রকৌশলী জহির আহমদ একটি প্রাইভেট কারে মৌলভীবাজার আসার পথে মিনি ট্রাকের সাথে সংঘর্ষে হলে ঘটনাস্থলে তিনি মারা যান। এসময় প্রাইভেট কারটি দুমরে মুচরে যায়। গুরুত্বর আহত চালককে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নিহত সওজ প্রকৌশলীর বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post