নিউজ ডেস্কঃ ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল নিয়োগের তৃতীয় দিনের বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নেতৃত্বে ২৩ মার্চ দ্বিতীয় দিনের বাছাইয়ে উত্তীর্ণ ৭২১ জন প্রার্থী নিয়ে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে পুরুষ প্রার্থীদের ১৬শ মিটার ও নারী প্রার্থীদের জন্য ১ হাজার মিটার দৌড় প্রতিযোগিতা শেষে মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং ইভেন্ট সম্পন্ন হয়। শারীরিক সক্ষমতা প্রমাণের এই লড়াইয়ে ৩৩৫ জন পুরুষ ও ৪১ জন নারী প্রার্থী উত্তীর্ণ হয়।
বৃহস্পতিবার ২৪ মার্চ শারীরিক সক্ষমতায় উত্তীর্ণ ৩৩৫ জন পুরুষ ও ৪১ জন নারী প্রার্থী আগামী ২৯ মার্চ ২০২২ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে। উল্লেখ্য এবার মৌলভীবাজারে ৪৫ জন্য পুরুষ ও ৮ জন নারীসহ মোট ৫৩ জন কনস্টেবল নিয়োগ দেয়া হবে।
