সিপার আহমদ: কুলাউড়া শহর থেকে সামান্য দূরে গাজীপুর চা-বাগানের দৃষ্টি নন্দন একটি টিলা। স্থানীয় লোকেরা এর নাম দিয়েছে গগনটিলা। অনেক উচুতে টিলার অবস্থান। এ টিলার উচুতে দাঁড়িয়ে আকাশকে খুব কাছে মনে হয়। হয়তো এজন্যই লোকে তার নাম দিয়েছে গগনটিলা।
আমি বেশ কয়েকবারই এ টিলার চূড়াতে উঠেছি।
এখানে দাঁড়িয়ে গাইতে ইচ্ছে করে.....
"নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা
বাণীবনের হংসমিথুন মেলেছে আজ পাখা "।
এখানে খুব সুন্দর একটা বাংলো আছে। পর্যটকরা এখানে বেড়াতে আসেন। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা মাঝে মধ্যে আসে বনভোজন করতে। চমৎকার একটা জায়গা।
এখানে দাঁড়িয়ে দেখা যায় পূবের সবুজ পাহাড়, পশ্চিমের কুলাউড়া শহর।
শহর থেকে মাইল চারেক দূরে হলেও শহরের উত্তরবাজারস্হ মসজিদের মিনার গুলো দেখা যায় গগনটিলা থেকে।
গগনটিলা আমাদের একটা ঐতিহ্যও বলা যায়। "গগন" ম্যাগাজিনের জন্য দু'কলম লিখতে গিয়ে সেই গগনটিলার কথাই আজ মনে পড়লো। অনেকদিন সেখানে যাওয়া হয়নি।
কুলাউড়া একটা পর্যটন এলাকাই বলা যায়। মাধবকুন্ড জলপ্রপাত দেখতে হলে এই শহরকে ছু্ঁয়ে যেতেই হবে। এখানে ব্যক্তিগত উদ্যোগ গড় উঠেছে দু একটি পার্ক। আমানীপুর পার্ক নামে নতুন একটা বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে। ক্লিবডন চা বাগানের পাশেই আরেকটা পার্ক। সিআরপির সবুজ গাছপালা যে কোন পথিককে কাছে টানবেই।
গগনটিলা থেকে সামান্য দূরে মাহে-মণি স্পোর্টস মিউজিয়াম।
সব মিলিয়ে কুলাউড়া যেন এক সবুজের শহর। আশেপাশে অনেকগুলো চা-বাগান। সিলেটের বাইরে থেকে যারা আসেন চা-বাগানের সবুজ টিলা তাদের প্রাণ জুড়িয়ে দেয়।
চা-বাগানগুলো যেন এক মায়াবতী সবুজ কন্যা।
বর্ষায় সবুজ টিলায় দাঁড়ালে নিজের অজান্তেই কন্ঠ থেকে বেরিয়ে আসবে....
"এখানে ঝরণা যেন যেতে চায় সুদূরে হারিয়ে
পাহাড়ী সবুজ মায়া ডাক দেয় দুটি হাত বাড়িয়ে"।
শুধু পাহাড় নয়, শহর ছেড়ে কিছু দূরে গেলেই দেখা মেলে হাকালুকি হাওরের।
এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকির সামান্য অংশ এই উপজেলাকে স্পর্শ করেছে। এখানে পালের মোড়া নামে একটা জায়গা আছে। ইদানিং এটা পর্যটন স্পটের মতো হয়ে গেছে। আমার দেখা হয়নি, তবে শুনেছি গোধুলিতে জায়গাটা নাকি মনোমুগ্ধকর। আসলে আমাদের নিজ উপজেলা হওয়ায় কুলাউড়ার পর্যটন স্পটগুলো আমাদের কাছে গুরুত্বহীন। বাহির থেকে যারা আসেন তারা সততই প্রশংসায় পঞ্চমুখ।
একটু উদ্যোগ নিলেই হয়তো এই উপজেলাটা একটা পর্যটন উপজেলায় রূপ নিতো। হয়তো হবেও একসময়।
তখন হয়তো কোন শিল্পী তার হৃদয় নিঃসরিত শব্দ দিয়েই আপনমনে গেয়ে উঠবে.....
"এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড়
কোথায় এমন হরিৎ ক্ষেত্র, আকাশ তলে মেশে
এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে"
