স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের জুড়ীতে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশন জুড়ীর মডেল কেয়ারটেকার মাওলানা তাজ উদ্দিনের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন- জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম. এ. মোঈদ ফারুক।
বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন, জুড়ী থানার সাব ইন্সপেক্টর সৈয়দ আব্দুল মান্নান, ইফা জুড়ীর ফিল্ড সুপার মাওলানা মোঃ হাবিবুর রহমান, শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা মোঃ সাইদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ইফা জুড়ীর সাধারণ কেয়ারটেকার হুছাম উদ্দীন (মাছুম), মোঃ আং হাসিম এবং ইফা জুড়ী উপজেলার শিক্ষকবৃন্দ।
পরে ২০২১ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল মৃতের আত্মার মাগফিরাত কামনা করে দোয় করা হয়।
