জুড়ীতে ইয়াবাসহ আটক ২



নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের জুড়ীতে ৩০০ পিছ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে জুড়ী থানা পুলিশ। সোমবার ( ২১ মার্চ) জুড়ী থানার এসআই অনিক রঞ্জন দাস, এস আই সোহানুর রহমান, এএসআই মনিরুল ইসলামের যৌথ অভিযানে জাঙ্গিরাই মসজিদের সামনে রাস্তার উপর থেকে বাতেন মিয়া ও কামাল হোসেন নামের দুইজনকে ৩০০ পিছ ইয়াবাসহ  গ্রেফতার করা হয়।

কামাল হোসেন উপজেলার জাঙ্গিরাই গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে এবং বাতেন মিয়া চম্পকলতা গ্রামের আব্দুল হালিমের পুত্র।

জুড়ী  থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামিদের  বিরুদ্ধে  মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের  ৩৬(১) ১০(ক)/২৬ ধারায় মামলা দায়ের করে  বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post