নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামিলীগ সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করছে। অসংখ্য নতুন বিদ্যালয় স্থাপন ও বিদ্যালয় সমূহের ভবম নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন করে আসছে। শুধুমাত্র শহর নয় প্রত্যন্ত গ্রামাঞ্চলেও শেখ হাসিনা সরকারের উন্নয়নের ছোঁয়া লেগেছে। তাই এই উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখতে শেখ হাসিনার নেতৃত্ব এবং আওয়ামিলীগ সরকারের বিকল্প নেই। সোমবার দুপুরে রসুলপুর গ্রামের খৈসাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন রাজনগর-মৌলভীবাজার ৩ আসনের সাংসদ নেছার আহমদ।
সোমবার ২১ মার্চ দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের খৈসাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
রসুলপুর মিতালী স্পোর্টিং ক্লাবের আয়োজনে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সেফুল মিয়ার সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক মুর্শেদ খান রাফির সঞ্চালনায় নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন সাংসদ নেছার আহমদ, সদর উপজেলার প্রকৌশলী আলমগীর হোসেন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লাহ, সহকারী শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার এবং আখাইলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান চুনু।এসময় স্থানীয় আওয়ামিলীগ নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষক – শিক্ষার্থীসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে নির্মিত ভবনের প্রাক্কলিত ব্যয় ছিল ১ কোটি বিয়াল্লিশ লক্ষ নিরানব্বই হাজার দুইশত ষাট টাকা।