সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার আয়োজনে গুণিজন সংর্বধনা



স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়ায় যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী কমিউনিটি নেতার সাথে কর্মরত গণমাধ্যমকর্মীদের মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাত ৮ টার দিকে স্থানীয় সাপ্তাহিক পত্রিকা সীমান্তের ডাকের আয়োজনে পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সভায় সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদক সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে মতবিনিময় ও সংবর্ধনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি টাইম টিভি,ইউ এস এর পরিচালক ও নিউইয়র্ক আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক, কমিনিউটি নেতা সাংবাদিক সৈয়দ ইলিয়াস খসরু এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও দৈনিক প্রথম আলোর সাবেক কুলাউড়া প্রতিনিধি সংগঠক মঈনুর রহমান সুয়েব। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সংগঠক রফিকুল ইসলাম টিপু, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, লংলা আধুনিক ডিগ্রি কলেজের প্রভাষক জয়ন্ত দেবনাথ।

বক্তব্য দৈনিক প্রথম আলোর প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, দৈনিক মানবজমিনের প্রতিনিধি আলাউদ্দিন কবির, সাপ্তাহিক মানব ঠিকানার সাহিত্য সম্পাদক শহিদুল ইসলাম তনয়, সাংবাদিক শরিফ আহমেদ, দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি সাইদুল হাসান শিপন, প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি মাহফুজ শাকিল, দৈনিক সমকালের প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, দৈনিক মানব কন্ঠের প্রতিনিধি জসিম চৌধুরী, ভয়েস অব কুলাউড়ার সম্পাদক নুরুল ইসলাম ইমন, সাপ্তাহিক সংলাপ পত্রিকার স্টাফ রিপোর্টার এম এ কাইয়ুম, সাংবাদিক জামিল আহমেদ মহন প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি মো. নাজমুল ইসলাম, ডেইলী স্টারের স্টাফ রিপোর্টার মিন্টু দেশোয়ারা, সাংবাদিক তারেক হাসান, সুমন আহমেদ, ইউছুফ আহমেদ ইমন, দৈনিক দেশ রুপান্তরের প্রতিনিধি এস আর অনি চৌধুরী, অনুলিপি কুলাউড়ার আশিকুল ইসলাম বাবু, সীমান্তের ডাকের স্টাফ রিপোর্টার আজহার মুনিম শাফিন, প্রিয় কুলাউড়ার মাসুদ আহমেদ। মতবিনিময় সভা শেষে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সীমান্তের ডাকের চীফ রিপোর্টার মোক্তাদির হোসেন ও স্টাফ রিপোর্টার নাজমুল বারী সোহেল। সার্বিক স্বমন্বয়ে ছিলেন দৈনিক আজকের পত্রিকার কুলাউড়া প্রতিনিধি ও সীমান্তের ডাকের বার্তা সম্পাদক এস আলম সুমন।

Post a Comment

Previous Post Next Post