দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে



নিউজ ডেস্কঃ চা বাগান অধ্যুষিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বুধবার (২৯ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সোমবার ও মঙ্গলবার টানা দুই দিন সর্বনিম্ন তাপমাত্রাও ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এদিকে দিনে সূর্যের দেখা মিললেও রাতে এবং ভোরে কুঁয়াশা থাকার কারণে তাপমাত্রা নীচের দিকে না নামলেও শীতের তীব্রতা আগের মতোই আছে বলে জানিয়েছে, শ্রীমঙ্গল আবহাওয়া অফিস। তাছাড়া আগামী জানুয়ারীর প্রথম সপ্তাহে এঅঞ্চল দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে কনকনে ঠান্ডা বাতাস ও রাতে বৃষ্টির ফোটার মতো ঘন কুঁয়াশা পড়ার কারণে বিশেষ করে জেলার শতাধিক চা বাগানের কয়েক লক্ষাধিক চা শ্রমিক পরিবারের শিশু ও বৃদ্ধদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে শহর এলাকায় নিম্নআয়ের মানুষদের কাজে বের হতে দেরী হচ্ছে। শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে ভোরে ও রাতে খড়খুটো জ্বালিয়ে ও গবাদি পশুকে চটের বস্তা ও কাপড় দিয়ে ঢেকে রাখতে হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post