বড়লেখায় জাতীয় সমবায় দিবসে র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

 


নিউজ ডেস্কঃ বড়লেখায় জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে শনিবার র‌্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ট সমবায়ীদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। ৬ নভেম্বর শনিবার উপজেলা সমবায় অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এর আয়োজন করেছে।

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা সফিকুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, সাংবাদিক আব্দুর রব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, সফল সমবায়ী রোকশানা বেগম, অজিত রঞ্জন দাস, মিলন রবি দাস, চম্পা রাণী পাল প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post