সাবেক এমপি আহাদ মিয়া আর নেই



নিউজ ডেস্কঃ মৌলভীবাজার-৪ আসনের সাবেক এমপি, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও শ্রীমঙ্গল পূর্বাশা আবাসিক এলাকার বাসিন্দা মো. আহাদ মিয়া (৮৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার বেলা ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। 

আহাদ মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সাবেক এমপি মো. আহাদ মিয়ার মৃত্যুতে মৌলভীবাজার-৪ আসনের বর্তমান সরকার দলীয় এমপি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ডা.আব্দুস শহীদ ও মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান শোক প্রকাশ করেছেন।

প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যুতে মৌলভীবাজার জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন শোক প্রকাশ করেছেন।

তিনি স্ত্রী, পাঁচ মেয়ে ও এক ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকা থেকে লাশ আসার পর জানাজা শেষে শ্রীমঙ্গলে তাকে সমাহিত করা হবে।

Post a Comment

Previous Post Next Post