দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারে ১৪.৮ ডিগ্রী সেলসিয়াস



নিউজ ডেস্কঃ মৌলভীবাজার জেলায় পহেলা নভেম্বর থেকে তাপমাত্র কমতে শুরু করেছে। শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৮ ডিগ্রী সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষক মুজিবুর রহমান জানান, নভেম্বরের শুরু থেকেই তাপমাত্রা নামছে। পহেলা নভেম্বর ছিল ১৮ডিগ্রী সেলসিয়াস, ২ নভেম্বর তাপমাত্রা রেকর্ড হয় ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, ৩ নভেম্বর ছিলে ১৬.৬ ডিগ্রী এবং শুক্রবার রেকর্ড করা হয় ১৫.৮ ডিগ্রী সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানান, অক্টোবরের শেষের দিকে ৩০ থেকে ২২ ডিগ্রি পর্যন্ত ওঠানামা করে। পহেলা অক্টোবর থেকেই তাপমাত্রা ২০ এর নিচে নামতে শুরু করেছে।

শুক্রবার সকালবেলা অনেকটা কুয়াশা আবৃত্ত ছিল পুরো এলাকা। তবে সূর্য উদয়ের পর তা কমতে থাকে। কুয়াশার পাশাপাশি শিশিরস্নাত হয় শ্রীমঙ্গলের প্রকৃতি।

আবহাওয়া অফিস জানায়, এ অবস্থা চলতে থাকবে এবং শ্রীমঙ্গলের অতীত রেকর্ড অনুযায়ী তা আরও নিচে নামতে পারে।

Post a Comment

Previous Post Next Post