কুলাউড়ায় এক কেজি গাঁজাসহ আটক ১



নিউজ ডেস্কঃ মৌলভীবাজার জেলার কুলাউড়ায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ শংকর কানু ওরফে বাবুল কানু (২৬) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আটক শংকর কানু ওরফে বাবুল কানু কুলাউড়া থানার বরমচাল চা বাগান এলাকার  মৃত কৈলাশ কানুর ছেলে।

গত ৬ নভেম্বর শনিবার বিকাল অনুমান ৫.১০ ঘটিকার সময় কুলাউড়া থানাধীন বরমচাল চা বাগানের করিমপুর হতে বরমচাল যাওয়ার রাস্তার উপর থেকে শংকর কানু ওরফে বাবুল কানুকে  এক কেজি গাঁজা সহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, কুলাউড়ার বরমচাল চা বাগান এলাকায়  এক মাদকব্যবসায়ী গাঁজাসহ করিমপুর- বরমচাল রোডে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শংকর কানু নামক এক মাদক কারবারিকে এক কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হয় জেলা গোয়েন্দা শাখা ।

তিনি আরো জানান শংকর কানু দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো  হয়েছে।

Post a Comment

Previous Post Next Post