নিউজ ডেস্কঃ ‘পরিচ্ছন্ন রাজনীতি, যুবলীগের প্রতিশ্রুতি’ এই শ্লোগানে মৌলভীবাজার আওয়ামী যুবলীগের উদ্যেগে কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১ নভেম্বর আওয়ামী যুবলীগ মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গণে কেক কাটা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর আসনের সাংসদ নেছার আহমদ, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সহ-সভাপতি সুজিত দাশ, সাধারন সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী এড নিক্সন গৌছ উদ্দিন প্রমুখ।
এরপর একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।