কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় ছাত্রলীগ নেতা সুমন নিহত



নিউজ ডেস্কঃ কুলাউড়ায় সড়ক দূর্ঘটনায় আব্দুস ছালাম চৌধুরী সুমন (৩০) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। সে সিলেট মহানগর ছাত্রলীগ ও উপজেলার টিলাগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলো।

(৬ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে টিলাগাঁও আশ্রয় গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ চৌধুরী সাচ্চু ৪র্থ পুত্র সুমন মোটর সাইকেলযোগে টিলাগাঁও বাজার থেকে নয়াবাজার যাওয়ার পথে বাংলাটিলা এলাকায় একটি পিকআপ ভ্যানের সাথে মুখামুখি সংর্ঘষ ঘটলে সাইকেলটি দুমড়ে-মুছড়ে গিয়ে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এসময় তার মাথা, বুক ও পায়ে মারাত্মক জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে আইসিউতে থাকা অবস্থায় ৭ নভেম্বর, রবিবার সাড়ে ৪ টায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

নিহতের পিতা আব্দুল আজিজ চৌধুরী সাচ্চু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার ছেলের লাশ সিলেটে ময়না তদন্ত শেষে রবিবার রাত টিলাগাঁও ইউনিয়নের আশ্রয় গ্রামে জানাযা অনুষ্টিত হবে।

Post a Comment

Previous Post Next Post