নিউজ ডেস্কঃ নৌবাহিনীতে সৈনিক পদে চাকরী করেন সবুজ আহমদ। চট্টগ্রামের পতেঙ্গা নেভাল ১৫ তে তিনি কর্মরত।
ডিগ্রি পরীক্ষা দিতে ছুটি নিয়ে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে উদয়ন ট্রেনে কুলাউড়া আসার সময় চলন্ত ট্রেনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সব কিছু হারান তিনি। তাছাড়া এখনও তার পুরোপুরি জ্ঞান ফেরেনি।
সবুজ আহমদ-এর বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে।
সবুজ আহমদ-এর বড় ভাই আব্দুশ শুকুর শেফুল জানান, শনিবার (২ অক্টোবর) থেকে তার ডিগ্রি পরীক্ষা থাকায় সে চট্টগ্রাম থেকে ছুটি নিয়ে বৃহস্পতিবার রাতে উদয়ন ট্রেনে বাড়ি আসছিল। আখাউড়া স্টেশন ছেড়ে আসার পর অপর এক যাত্রী জুড়ীতে বাড়ি পরিচয় দিয়ে তার সাথে কথা বলে এবং তাকে কলা খেতে দেয়। কলা খেয়ে সে অজ্ঞান হয়ে যায়। ট্রেন সিলেট যাওয়ার পর লোকজন তাদের ফোনে বিষয়টি অবগত করেন।
পরে সিলেটে থাকা এক আত্বীয় সবুজকে স্টেশন থেকে তার বাসায় নিয়ে যান। বর্তমানে ডাক্তারের পরামর্শে তার চিকিৎসা চলছে।
