নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে র্যাব পরিত্যক্ত অবস্থায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে।
শনিবার (২ অক্টোবর) শ্রীমঙ্গল পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান হয়েছে।
র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ ঘটনায় র্যাব জিডিমূলে শ্রীমঙ্গল থানায় উদ্ধার করা গাঁজা হস্তান্তর করেছে।
অভিযানে র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা।
