মৌলভীবাজারে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালিত



স্টাফ রিপোর্টার: “আইন মেনে চলবো নিরাপদ সড়ক গড়ে তুলবো” এই স্লোগান নিয়ে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ ২০২১ উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

শুক্রবার ২২ অক্টোবর সকাল সাড়ে ১১ ঘটিকায় মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে বের হয়। র‌্যালীটি আদালত সড়ক হয়ে শহরের চৌমুহনা এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোঃ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিসবি) সুদর্শন কুমার রায়, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াছিনুল হক, ওসি তদন্ত গোলাম মর্তুজা, জেলা বিশেষ শাখার ডিআইও-১ মোঃ আবু তাহের, কোট পুলিশ পরিদর্শক মোঃ ইউনুছ মিয়া, ট্রাফিক ইনস্পেক্টর (এডমিন) মোহাম্মদ উল্লাহ সহ পুলিশ সদস্যগন।

Post a Comment

Previous Post Next Post