কুলাউড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়রের সুরক্ষা সামগ্রী প্রদান



নিউজ ডেস্কঃ কুলাউড়া পৌর এলাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীকে সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্কুল, কলেজ, মাদরাসা ও কেজি স্কুল সমূহের ৩০ জন প্রতিনিধি অংশ নেন।

মতবিনিময় সভায় অংশ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ শিক্ষাক্ষেত্রে বিরাজমান কিছু প্রতিবন্ধকতার উল্লেখ করে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা এরকম একটি উদ্যোগ গ্রহণ করায় পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদকে ধন্যবাদ জানান।

মেয়র সিপার উদ্দিন আহমদ তার বক্তব্যে বলেন, একটি পরিপূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করতে পৌরসভা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। ছাত্র-ছাত্রী অভিভাবকরা যাতে নির্বিঘ্নে নিরাপদে প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে মেধা বৃক্তি চালু করা হবে। শারিরিক ও মানসিক বিকাশ লাভের জন্য খেলাধুলাসহ এক্সট্রা কারিকুলামের ব্যবস্থা গ্রহণ করা হবে।  তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের মধ্যে মানবিক গুনাবলী জাগ্রত করতে হবে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইয়াকুব-তাজুল মহিলা কলেজের অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, বশিরুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম, রাবেয়া আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ ছালাম, রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছিত, আনন্দ বিদ্যাপীটের অধ্যক্ষ সুজিত দে, আলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুন্নাহার বেগম, আমীর ছলফু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু সাইদ মো. শফিকুর রহমান সিদ্দিকী প্রমুখ।

সভায় পৌর এলাকায় অবস্থিত ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর জন্য মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবানসহ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

Post a Comment

Previous Post Next Post