মুজিব শতবর্ষ মৌলভীবাজার জেলা দাবা লীগ সম্পন্ন



স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে ‘মুজিব শতবর্ষ’ উপলক্ষে মৌলভীবাজার জেলা দাবা লীগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২১ শেষ হয়েছে।

৩ অক্টোবর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জ এর ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজবাহুর রহমান, সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান।

জেলা পুলিশ মৌলভীবাজারের সার্বিক ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মুজিব শতবর্ষ মৌলভীবাজার জেলা দাবা লীগ আটটি দলের অংশগ্রহণে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্থান প্রাপ্ত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ পুলিশ, সিলেট রেঞ্জ এর ডিআইজি ।

উল্লেখ্য ২৯ সেপ্টেম্বর মুজিব শতবর্ষ মৌলভীবাজার জেলা দাবা লীগ ২০২১ শুরু হয়েছিল।

Post a Comment

Previous Post Next Post