জাতীয় নিরাপদ সড়ক দিবস



নিউজ ডেস্কঃ গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি- এই স্লোগানে সারাদেশে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। 

দিনটি উপলক্ষে শুক্রবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সড়ক ও জনপথ অধিদফতর ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের যৌথ কর্মসূচি রয়েছে। এছাড়া মহাসড়ক পুলিশও কর্মসূচি পালন করবে।

এদিকে রাজধানীর সড়ক ভবন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন রয়েছে। যেখানে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীসহ দেশের বিভিন্ন মহাসড়কে গাড়ি চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করবে পুলিশ। 

দিবসটি উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়ে শোভাযাত্রা এবং আলোচনা সভা করবে মহাসড়ক পুলিশ।

দুর্ঘটনা কমাতে সড়ক ব্যবস্থাপনা জোরদারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। 

বিভিন্ন বেসরকারি সংস্থাকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তারা।

Post a Comment

Previous Post Next Post