কুলাউড়ায় ৪৪৫ চা-শ্রমিক পেলেন অনুদানের চেক



নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা-বাগানে ৪৪৫ জন চা শ্রমিকদের মধ্যে পাঁচ হাজার টাকা করে মোট ২২ লাখ ২৫ হাজার টাকা আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে চাতলাপুর চা-বাগানে আয়োজিত চেক বিতরণী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাখাওয়াত আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি ছিলেন শরীফপুর ইউপি চেয়ারম্যান মোঃ আলী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় এককালীন পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। এর আগে উপজেলার গাজীপুর, কালিটি ও ক্লিভডন চা-বাগানের চা-শ্রমিকদের মধ্যে পাঁচ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Post a Comment

Previous Post Next Post