সুলতানপুর বালিকা স্কুলে আলী হামিদ খাঁন স্মরণে শোকসভা



স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশিষ্ট কলামিস্ট, সমাজ সেবক মরহুম নওয়াব আলী হামিদ খাঁন নাদির স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । 

গত ৩ আগস্ট দুপুরে স্কুল মিলনায়তনে উক্ত শোকসভায় সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস আলী চৌধুরী।

জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ নবাব আলী ওয়াজিদ খাঁন।

শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খাঁন হাসনাইন,  ডা. রইছ উদ্দিন চৌধুরী, নবাব আলী সাকি খাঁন, ফরহাদ হোসেন প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা সৈয়দ আব্দুল মুঈদ আল মুত্তাকী 

অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন আব্দুল হাসিম (মাস্টার), ফজল আহমদ, নওয়াব আলী কোমেল খাঁন, শেখ মছনু মিয়া,ইকবাল হোসেন চৌধুরী, আব্দুল হাসিব মিঠু, রফিকুল ইসলাম, মোঃ আবু জাবেদ, সেলিনা বেগম,মোঃ মাহবুবুর রহমান, নয়ন দাস, উমেদ আলী, কামরুল হাসান, আজিজুর রহমান, আবুল হোসেন। 

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাওলানা সৈয়দ আব্দুল মুঈদ আল মুত্তাকীর সঞ্চালনায় মিলাদ মাহফিল শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা ইয়াছিন আলী।

Post a Comment

Previous Post Next Post