মৌলভীবাজারে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত



স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২১ উপলক্ষে আয়োজিত প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ অক্টোবর বুধবার জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মল্লিকা দে, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীনা রহমান বাঁধন, মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি আবু সুফিয়ান প্রমুখ। সভায় জেলা ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সরকারি নানা দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post