নিস্তব্ধ এক প্রহর - শেখ হেলাল আহমদ



নিস্তব্ধ এক প্রহর 

- শেখ হেলাল আহমদ 


নিস্তব্ধ এক প্রহর, অনুভূতিগুলি গহীন আঙ্গিনার বালুচর ! নিদারুণ অসহায়ত্বের আর্তনাদ!!

কোলাহল মরুর বুকে অক্লান্ত এক প্রতিচ্ছবি ---

দীর্ঘশ্বাসের আকুতি নিয়ে, 

কত মানবের নিরব কান্নার অজস্র নদী। 

বহমান ইতিহাসের দ্বারপ্রান্তে! নিয়তির অকল্যাণ অনুতাপ ! 

অন্ধকারের দিশারী আজ আলোর সন্ধানে ব্যাকুল, 

মৃত্যুর মিছিলে শিহরিত মানবজীবনের আস্বাদন !  

অকুতোভয়  অধ্যায় খোঁজে নিরাশ আলোর দিশারী; 

প্রতিকূল আবহাওয়ায় চিরসুখি বটবৃক্ষ জীবজন্তু প্রকৃতি! জরাজীর্ণ উপত্যকায় মানবজীবনের ফসিল ! 

মৃত্যুর প্রহরী যেন দু চোখের দুরত্বে- নিদারুণ ইতিহাস সৃষ্টিতে মশগুল !

পৃথিবীটা আমাদের আপন ঠিকানা নয় ! তবুও আপন মনে হয় । 

অশ্রুজলে মা বাবার বুক ভিজে সিক্ত! 

থেমে নেই পাপের সাম্রাজ্য বিস্তারের নীল ডানা! 

জ্ঞান বুদ্ধি অচল পরিভ্রমণ,  কি আজব মিথ্যাচারের শব্দ বুনন ! 

সত্যের চাবিকাঠি যেন মিথ্যায় ভরে নিমজ্জিত! 

উপকার শব্দটা আজ স্বার্থের দরজায় দাঁড়িয়ে। 

মানবতা আজ অসহায়! কিংকর্তব্যবিমুঢ় - জন্মপরিচয়হীন পরিচয়।

লোভ লালসা অহংকার, করোনাকে করেছে আরো শক্তিশালী । 

কর্মের গুণে গুণান্বিত কুহেলিকা । 

মৃত্যুর মিছিল- ধ্বংসাত্মক এক সভ্যতা।

বিরামচিহ্নের বসতি, স্থিতিস্থাপক অজ্ঞাত।।

Post a Comment

Previous Post Next Post