সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত



বিশেষ প্রতিনিধিঃ বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, বাংলাদেশ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বরেণ্য অর্থনীতিবিদ প্রয়াতএম সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকিতে আত্মার মাগফেরাত কামনায় ভার্চুয়াল স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

রবিবার (৫ সেপ্টেম্বর) রাতে কুলাউড়া উপজেলা বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে সংগঠনের সভাপতি সাইফুল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আলী ও শাকিল চৌধুরীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, মৌলভীবাজার জেলা বিএনপি সভাপতি এম নাছের রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান,  কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামিমুর রহমান, বিএনপি নেতা ওদুদ আহমেদ , কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু,সহ-সভাপতি শামীম আহমেদ চৌধুরী,  সাধারন সম্পাদক বদরুজামান সজল, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান প্রমুখ।  

আলোচনা সভায় অংশ নেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আতা, উপদেষ্টা বদরুল আলম শিবলু, আবদুল আহাদ, নিপন চৌধুরী, ফরিদ আহমেদ, জিয়া উদ্দিন তরফদারসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।  

আলোচনা সভায় বক্তারা প্রয়াত সাইফুর রহমানের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন। তাঁরা মনে করেন, সাইফুর রহমানের যুগান্তকারী অর্থনৈতিক সংস্কার বাংলাদেশের অর্থনীতিকে একটি সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছে। আলোচনা শেষে বিশ্ববরেণ্য এ অর্থনীতিবিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। 

Post a Comment

Previous Post Next Post