স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে মোটর সিটি ৯ ভি ৯ এর ফুটবল টুর্নামেন্টের সম্প্রতি সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১৯ সেপ্টেম্বর) ১৪ মাইল ওয়ারেন কমিউনিটি সেন্টার মাঠে সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মোটর সিটি ৯ ভি ৯ এর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ওয়ারেন এফ সি। ফাইনাল খেলায় ব্লেইজিং টাইগার এফ সি-কে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহণ করেছিল। তারা হচ্ছে- ব্রাদার এফ সি, ওয়ারেন এফ সি, সোনার বাংলা এফ সি, টাইগার এফ সি, লায়ন এফ সি, হানটারস এফ সি, আমেরিকান এফ সি, ব্লেইজিং টাইগার এফ সি।
টুর্নামেন্টে স্পন্সর হিসেবে ছিল দেশী বাজার, ক্যাপ্টেন জে’স ফিশ অ্যান্ড চিকেন এবং হোম প্রাইড রিয়েলিটি। করোনাকালে ফাইনাল খেলাটি দেখতে ওয়ারেন কমিউনিটি সেন্টারে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন সায়েল হুদা। সহযোগিতা ছিলেন, মামুন লতিফ, আফসর মিয়া, রাসেল মিয়া, জামান আহমদ, মোতাকাববীর, মহিমুন আলী। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সামসুল হুদা জুয়েল, ফয়সল চৌধুরী, রাসেল মিয়া প্রমুখ।
একটি সুন্দর ও সফলভাবে টুর্নামেন্ট সম্পন্নের জন্য মোটর সিটি ৯ ভি ৯ এর উদ্যোক্তা সাহেল হুদা খেলোয়াড়, আগত অতিথি ও দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এখন থেকে প্রতি বছর মিশিগানে এরকম ফুটবল টুর্নামেন্ট হবে। আমাদের স্বপ্ন হলো ৯ ভি ৯ কে ১১ ভি ১১ এ নিয়ে যাওয়া।” অনেক দিন পর আবার মিশিগানে ফুটবল টুর্নামেন্ট হওয়াতে তিনি বলেন, “ফুটবল আমাদের মিশিগানের মাঠে আবার ফিরে এসেছে।”