মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুদান পেলেন ৪৯ জন গণমাধ্যম কর্মী



স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার প্রেসক্লাব, ইমজা, সাংবাদিক ফোরাম ও অনলাইন প্রেসক্লাবের ৪৯ জন সাংবাদিক পেলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে দ্বিতীয় পর্যায়ের প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সন্মেলন কক্ষে প্রত্যেক সাংবাদিককে ১০ হাজার টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজার) সভাপতি-সম্পাদক, প্রেসক্লাবের বর্তমান ও সাবেক সাধারণ সম্পাদকসহ অনান্যারা। এসময় চেক প্রাপ্তরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক ও পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানকে।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত গণমাধ্যম কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। এছাড়াও অন্য পেশার পাশাপাশি গণমাধ্যম ও সাংবাদিকদের কল্যাণে কাজ করছেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার সাংবাদিক বান্ধব সরকার। গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানান তিনি। তবে কোনো ভূল তথ্য বা গুজবের কারণে যাতে কোন ব্যাক্তি বা গোষ্ঠী ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন তিনি । দেশের উন্নয়ন ও অগ্রগতির সংবাদ, জনসচেতনামূলক সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আরও সহযোগিতার আহবান জানান তিনি।

প্রধান মন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক পেলেন যারা: সরওয়ার আহমদ (আমাদের নতুন সময়), সৈয়দ হুমায়েদ আলী শাহীন (জনকণ্ঠ/বাংলাভিশন), বকশী মিছবাহউর রহমান (দীপ্ত টিভি), এস এম উমেদ আলী  (এনটিভি/ডেইলী ট্রাইবুনাল), মু. ইমাদ উদ্দিন (মানবজমিন), এম এ হামিদ (চ্যালেন ২৪), মোঃ সাইফুল ইসলাম (বাংলা ট্রিবিউন/ঢাকা ট্রিবিউন), মোঃ জসিম উদ্দিন (সাপ্তাহিক মনুবার্তা), মঞ্জু চৌধুরী (পাতাকুড়ির দেশ/এনটিভি), মোঃ আব্দুল কাইয়ুম (বাংলা ৭১), জনি বেগম (পাতাকুঁড়ির দেশ), জাহাঙ্গীর হোসেন (স্বাধীনমত), মোঃ জুলফিকার আলী ভুট্টু ( চ্যালেন আই), হোসাইন আহমদ (যুগান্তর), হানিফ উদ্দিন (কালের ছবি), মোঃ আব্দুল্লাহ (বাংলা ভিশন টিভি), সাকের আহমদ (আমার বার্তা), মোঃ সুহেল আহমদ (মৌমাছি কণ্ঠ), পলাশ দেবনাথ (আলোকিত সকাল), রুবেল রানা চৌধুরী (মৌমাছি কণ্ঠ), এম এ মোহিত (এসএ টিভি), জাফর ইকবাল (ভোরের দর্পন), মোঃ মশাহিদ আহমদ (আমাতের কণ্ঠ), চিনু রঞ্জন দাশ তালুকদার (গণমুক্তি), অলক কান্তি দেব (বাংলাদেশ টুডে), আব্দুল বাছিত খান (নতুন দিন), বিকাশ দাশ  (মৌমাছি কণ্ঠ), মোঃ শেফুল ইসলাম (গণজাগরণ), মোঃ জাকির হোসেন (নবচেতনা), দুরুদ আহমেদ (মৌলভীবাজার বার্তা), মোঃ মেরাজ আলী (মৌলভীবাজার বার্তা), মামুনুর রহমান চৌধুরী (মৌলভীবাজার বার্তা), সুলতানুল ইসলাম (এই বাংলা), হুমাউন রহমান (বিজনেস বাংলাদেশ ও বাংলার দিন), মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী (বাংলার দিন), মোঃ মোনায়েম খান (এশিয়ান এইজ), শেখ মাহমুদুর রহমান (বাংলার দিন), মোঃ মেরাজ হোসেন চৌধুরী (বাংলার দিন), ফজলুর রহমান (বাংলার দিন), মোঃ অজগর আলী (মৌলভীবাজার বার্তা, মোঃ ফজলুর রহমান ( আলোকিত সকাল), দুরুদ আহমদ (মাতৃছায়া), জোবায়ের আহমদ (বাংলাদেশ সমাচার), মোঃ সাইফুল ইসলাম (গণজাগরণ), মোঃ সাইদুল ইসলাম (সন্ধ্যাবাণী), স্বপন কুমার দেব (আমাদের নতুন সময়), মোঃ আজিজুল ইসলাম (সকালবেলা), মামুনুর রশিদ তরফদার (আলোকিত সকাল), বদরুল আলম চৌধুরী (তৃতীয় মাত্রা)।

Post a Comment

Previous Post Next Post