প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী



নিউজ ডেস্কঃ বীরমুক্তিযুদ্ধা ও প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী আওয়ামীলীগের জনপ্রিয় নেতা  সৈয়দ মহসিন আলীর ষষ্ঠ মৃত্যুবার্ষীকী ১৪ সেপ্টেম্বর

প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী, বীর মুক্তিযুদ্ধা সৈয়দ মহসিন আলীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী মৌলভীবাজারে পারিবারিক ও দলীয়ভাবে পালিত হবে।

১৪ সেপ্টেম্বর সকাল ১১টায় সৈয়দ শাহ মোস্তফা (র.) মাজার প্রাঙ্গণে সৈয়দ মহসিন আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে মরহুমের সহধর্মিণী মৌলভীবাজার-৩ আসনের সাবেক সাংসদ সৈয়দা সায়ারা মহসীন, পরিবারবর্গ, জেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সৈয়দ মহসীন আলী মৌলভীবাজার-৩ আসনে সংসদ সদস্য এবং মৌলভীবাজার পৌরসভায় পরপর ৩ বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করে গেছেন। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ মহসিন আলী মারা যান।

Post a Comment

Previous Post Next Post