স্কুল কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান



নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস মহামারির কারণে দীর্ঘবিরতির পর ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজের শ্রেণী কার্যক্রম আবার শুরু হয়েছে৷

১২ সেপ্টেম্বর রবিবার স্কুল-কলেজের শ্রেণী কার্যক্রম স্বাস্থ্যবিধি ও সরকারি গাইডলাইন মেনে পরিচালিত হচ্ছে কিনা তা পরিদর্শনে মৌলভীবাজারের জেলা প্রশাসক, মীর নাহিদ আহসান। তিনি মৌলভীবাজার জেলা সদরের শিক্ষা-প্রতিষ্ঠানসমূহ পরিদর্শনকরেন। এ সময় ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মোঃ মেহেদী হাসান ও সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমান।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং বহুদিন পর শিক্ষার্থীরা স্কুলে আসায় তাদের পারস্পারিক ক্ষেত্রটি যেন সহজ হয় সে ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষকবৃন্দকে নির্দেশনা প্রদান করেন। সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

Post a Comment

Previous Post Next Post