নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিশিগানে পর্দা উঠছে সর্ববৃহৎ ক্রিকেট আসর মোটর সিটি চ্যাম্পিয়নশিপ এমসিসি-২০২১ ক্রিকেট টুর্নামেন্টের। আগামী ৮ অক্টোবর দশটি দলের অংশগ্রহণে শুরু হবে টুর্নামেন্টের মাঠের লড়াই। মিশিগানে বিগ বাজেটের এই টুর্নামেন্টকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। গত শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে সংবাদ সম্মেলন করে ক্রিকেটের এমন আসরের আদ্যোপান্ত তুলে ধরেন মোটর সিটি চ্যাম্পিয়নশিপ’র আয়োজকরা।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বেশ আটঘাট বেঁধে মাঠের লড়াইয়ের শক্তিশালী সকল ক্রিকেট দলের দেখা মিলবে এ আসরে। চারদিনের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মিশিগান চিতা, মিশিগান ঈগলস, এশিয়া ইউনাইটেড, বাংলাদেশ টাইগার্স ইউএসএ, গ্ল্যাডিয়েটরস, ওজোন পার্ক ইউনাইটেড, ডি সি রেজিমেন্ট, র্যাপটরস একাদশ, হার্নডন বেঙ্গলস এবং জর্জিয়া টাইগার্স’র মতো আমেরিকাজুড়ে ছড়িয়ে থাকা ১০টি শক্তিশালী ক্রিকেট দল।
মিশিগানের ডেট্রয়েট সিটির লাস্কি রিক্রেশন সেন্টার, রচেস্টার হিলস সিটির ব্লুমার পার্ক,পন্টিয়াকের মারফি পার্ক এবং ওয়ারেন সিটির ট্রম্বলি পার্ক ভেন্যুতে ব্যাটে বলের লড়াইয়ে মুখোমুখি হবে দলগুলো।
১১ অক্টোবর ফাইনালের মাধ্যমে পর্দা নামবে মোটর সিটি চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টের। ক্রিকেট একাডেমি অব ডেট্রয়েট প্রেজেন্টস মোটর সিটি চ্যাম্পিয়নশিপ এমসিসি ক্রিকেট টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার ডলার।
প্রাইম টাইম এস্টেট দ্বারা পরিচালিত টুর্নামেন্টের প্লাটিনাম স্পন্সর জেএমজি এয়ার কার্গো। এ আসরের চ্যাম্পিয়ন দল পাবে ১৭ হাজার মার্কিন ডলার সাথে ট্রফি।
সংবাদ সম্মেলনে মোটর সিটি চ্যাম্পিয়নশিপ এমসিসি-র প্রেসিডেন্ট মোশাররফ চৌধুরী লিটু ও সেক্রেটারি তায়েফুর রহমান মিশিগানে ক্রিকেটে সাড়া জাগানো এমন আয়োজনে সবার সহযোগিতা কামনা করেন। প্রতিটি দলের প্রস্তুতি চলছে জানিয়ে তাঁরা বলেন, ক্রিকেটপাগল প্রবাসী বাংলাদেশিরা মাঠে আসলে এক ছন্দময় খেলা দেখতে পারবেন। এমন আয়োজন সফল হলে আমাদের স্বদেশীদের বন্ধন আরো দৃঢ় হবে। ক্রিকেটে অংশ নিবে আমাদের নতুন প্রজন্ম। প্রিয় দলকে সমর্থন করতে মাঠে এসে ব্যাটে বলের লড়াই দেখার জন্য সবাইকে আহবান জানাচ্ছি।
রুম্মান আহমেদ’র উপস্থাপনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোটর সিটি চ্যাম্পিয়নশিপের উদ্যোক্তা জগলুল হুদা মিতু এবং ইফতেখার আহমেদ।