বড়লেখায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা



নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখায় অবসরপ্রাপ্ত পাঁচজন ও বদলি হওয়া একজন মাধ্যমিক শিক্ষককে বিদায় সংবর্ধনা এবং তিনজনকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছে।

বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এই সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়। একই অনুষ্ঠানে অসুস্থ ২ জন মাধ্যমিক শিক্ষকের চিকিৎসায় আর্থিক অনুদান প্রদান করা হয়।

সংবর্ধনা ও সম্মাননা প্রাপ্তরা হলেন সুধাময় ভট্টাচার্য্য, অধির চন্দ্র দেবনাথ, মাওলানা বদরুল হক, মো. আকবর আলী, রিদওয়ানুল ইসলাম, আব্দুল মন্নান, বদিউজ্জামান (মরণোত্তর), মোফাজ্জল হোসেন (মরণোত্তর) ও সুদীপ রঞ্জন (মরণোত্তর)। চিকিৎসায় অনুদান প্রাপ্তরা হলেন লুৎফর রহমান ও জগদিস দাস।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী।

মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফর রহমান চুন্নুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম মুক্তা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক সুধাময় ভট্টাচার্য্য উপজেলা একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, বড়লেখা পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, জ্যেষ্ঠ শিক্ষক বিশ্বতোষ চক্রবর্তী, গিয়াস উদ্দিন ও রিয়াজুল ইমলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সুনীল চন্দ্র দেবনাথ, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মুহিবুর রহমান, সহকারী শিক্ষক অজিত চন্দ্র দাস, মাধ্যমিক শিক্ষক সমিতির সহ সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post