স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আয়োজনে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এর ১২ তম মৃত্যুবার্ষিকী পালিত করা হয়।
৫ সেপ্টেম্বর রবিবার, মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, বর্ষীয়ানরাজনীতিবিদ, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এর ১২ তম মৃত্যুবার্ষীকি উপলক্ষে শহরের চৌমাহনাস্থ দেওয়ানী জামে মসজিদ-এ বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারন সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা বিএনপির সহ সভাপতি এম এ মুকিত, জেলা বিএনপির সদস্য মোশারফ হোসেন বাদশা, জেলা বিএনপির সহসম্পাদক আব্দুল রকিব সাবু, মুহিতুর রহমান হেলাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইয়াওর আহমেদ, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক আবুল কালাম বেলাল, পৌর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল হক, জেলা বিএনপির সদস্য সামছুল হক সামা, আব্দুর রশিদ, জেলা ছাত্রদলেরসাবেক যুগ্ম আহবায়ক সেলিম সালাউদ্দিন, এ এম নিশাত, সদর উপজেলা বিএনপি নেতা ওয়াহিদুর রহমান জুনেদ, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোনাহিম কবির, জেলা বিএনপির সদস্য ও ইউপি মেম্বার সাহাদ আহমদ, সদর উপজেলা বিএনপিরঅর্থ সম্পাদক মুহিবুর রহমান দিপলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সদর উপজেলা বিএনপিরসদস্য শাহ ইমরান সাজু, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ সভাপতি রিপন মিয়া, যুগ্ম আহবায়ক শাহ আলম, জেলা জিয়ামঞ্চের সদস্য সচিব মতিউর রহমান শিমুল, সাবেক ছাত্রনেতা সৈয়দ তানভীর আলী, মৌলভীবাজার জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক তাজুদ আহমেদ দপ্তর সম্পাদক রুমেল আহমেদ মাসুম, টিটু মিয়া, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিবকামরুল হাসান সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া শেষে উপস্থিতিদের মধ্যে শিরনি বিতরণ করা হয়।