মৌলভীবাজারে তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা



স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা পলিসি ফোরামের উদ্যোগে সুশিল সমাজের একশজন প্রতিনিধিদের অংশ গ্রহনে এবং পি,ফর ডি প্রকল্পের আওতায় বৃটিশ কাউন্সিল ও ইউরোপিয় ই্উনিয়নের সহযোগিতায় তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে ভ্যর্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে ভ্যর্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মল্লিকা দে, জেলা তথ্য কর্মকর্তা জেলা আনোয়ার হোসেন।

বক্তব্য রাখেন, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের প্রফেসর শাহ আব্দুল ওয়াদূদ, সিনিয়র সাংবাদিক এস,এম,উমেদ আলী, পি ফর ডি এর জেলা ফ্যাসিলিটর আকলিমা চৌধুরী, জেলা পলিসি ফোরাম মৌলভীবাজার সম্পাদক পরিতোষ দেব প্রমুখ। ভ্যর্চুয়াল প্রশিক্ষণে মৌলভীবাজার জেলা পলিসি ফোরামের ১শ জন সদস্য অংশ গ্রহন করেন।

তথ্য অধিকার আইন, জাতীয় শোদ্ধাচার কৌশল,অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন জনপ্রতিনিধি, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ডাক্তার, ব্যবসায়ীসহ নানা শ্রেণী পেশার মানুষ।

Post a Comment

Previous Post Next Post