স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় মাদক বিরোধী অভিযানে ২০পিস ইয়াবাসহ নানু মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণ রাউৎগাঁও লামাপাড়া মৃত মছদ্দর আলী পুত্র নানু মিয়াকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মনোহরপুর এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করলে ২০পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে কুলাউড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালে নানু মিয়াকে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করেছে আদালত।