নিউজ ডেস্কঃ কুলাউড়া থানা পুলিশের অভিযানে উপজেলার সীমান্তবর্তী শরীফপুর এলাকায় বিপুল পরিমাণ চোলাই মদসহ উত্তম দাস নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে সীমান্তবর্তী চাতলাপুর থেকে উত্তমকে চোলাই মদসহ গ্রেপ্তার করে পুলিশ।
থানাসূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করার লক্ষে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর সার্বিক দিকনির্দেশনায় কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় এর নেতৃত্বে এসআই মহসিন তালুকদারসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শরীফপুর ইউনিয়নের শমসেরনগর-চাতলাপুর রোডের বাউরীটিলা গ্রামের রাস্তা থেকে মঙ্গলবার রাত ১১টায় পুরাতন তিলকপুর নিবাসী মাদক ব্যবসায়ী উত্তম দাসকে আটক করা হয়। পরে আসামির হেফাজতে থাকা ১৫টি প্লাস্টিকের ড্রাম ভর্তি ১২৭৫ লিটার চোলাই মদ উদ্ধার করে জব্দ করা হয়।
ওসি বিনয় জানান, আসামির বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা রুজু করে বুধবার (১৫ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষে পুলিশ সুপারের নির্দেশে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।