সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষক কবির উদ্দিন মারা গেছেন



নিউজ ডেস্কঃ জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবির উদ্দিন (৫০) আর নেই। উন্নত চিকিৎসার জন্য বুধবার (১ সেপ্টেম্বর) সিলেট থেকে ঢাকায় নেওয়ার পথে হবিগঞ্জের মাধবপুরে রাত আটটায় মারা যান তিনি।



উল্লেখ্য, শনিবার (২৮ আগস্ট) কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। ওই দিন দুপুরে জুড়ী- কুলাউড়া সড়কের রামপাশা এলাকায় দ্রতগামী সিএনজি গাড়ির ধাক্কায় তিনি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তখন তাঁকে সিলেট ইবনে সিনা হাসপাতালে প্রেরণ করেন। পরে আত্মীয়রা থাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করান।

এরপর থেকে সিলেট ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য আজ রাতে ঢাকা নেওয়ার পথে তিনি হবিগঞ্জের মাধবপুরে মারা যান।

তাঁর মৃত্যুতে জুড়ী উপজেলাসহ পুরো জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

Post a Comment

Previous Post Next Post